এক সময় রুপালি পর্দা কাঁপানো বলিউড অভিনেত্রী তনুশ্রী দত্ত ফের উঠে এলেন শিরোনামে। তবে এবার কোনো সিনেমা বা গ্ল্যামারের কারণে নয়, বরং নিজ বাড়িতেই হেনস্তার শিকার হয়ে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে কাঁদতে কাঁদতে সাহায্যের আবেদন করতে দেখা গেছে ‘আশিক বানায়া আপনে’ খ্যাত এই তারকাকে।
ভিডিওতে তনুশ্রী বলেন, “আমি আমার বাড়িতেই নির্যাতনের শিকার। গত চার-পাঁচ বছর ধরে এমনটা চলছে। কেউ পাশে নেই, সব কাজ একাই সামলাতে হয়। বাড়িতে সাহায্য করার মতো কাউকে রাখতে পারি না, কারণ একের পর এক অদ্ভুত ঘটনা ঘটছে। শরীরও খুব খারাপ, মানসিকভাবে বিপর্যস্ত।”
তিনি আরও জানান, শুধু ঘরের ভেতরেই নয়, বাড়ির বাইরেও অনাকাঙ্ক্ষিত লোকজন এসে তাকে নিয়ে বাজে মন্তব্য করছে। বাধ্য হয়ে পুলিশের কাছে ফোন করেছেন তিনি। তবে থানায় গিয়ে লিখিত অভিযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে তাকে।
এই ঘটনায় বিস্তারিত কিছু না জানালেও, তনুশ্রীর কথায় স্পষ্ট—তিনি দীর্ঘদিন ধরেই নিগ্রহের শিকার হচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় তিনি সকলের কাছে সাহায্য ও সহানুভূতির আবেদন জানিয়েছেন।
২০১৮ সালে অভিনেতা নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনে ভারতে আন্দোলনের পথিকৃৎ হয়ে উঠেছিলেন তনুশ্রী। এবার নিজ বাড়িতেই এমন বিপদের মুখে পড়েছেন তিনি।
প্রসঙ্গত, তনুশ্রী দত্ত ‘আশিক বানায়া আপনে’, ‘গুড বয় ব্যাড বয়’ প্রভৃতি ছবিতে ইমরান হাশমির বিপরীতে অভিনয় করে দর্শকদের হৃদয় জিতে নিয়েছিলেন। কঠিন এই সময়ে অনুরাগীরা তার পাশে থাকার বার্তা দিচ্ছেন।