Ridge Bangla

নাইট ক্লাবে নাচে মাতলেন ঋতুপর্ণা

গুডবাই মাউন্টেন-এর গানে ভিন্ন রূপে চমক, আলো, গান, ক্যামেরার ঝলক আর নাচ—সব মিলিয়ে এক রূপকথার সন্ধ্যায় পরিণত হয়েছিল কলকাতার পার্ক স্ট্রিটের বিখ্যাত নাইট ক্লাব ‘তন্ত্রা’। আর সেই রূপকথার কেন্দ্রবিন্দুতে ছিলেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।

নতুন সিনেমা ‘গুডবাই মাউন্টেন’–এর মিউজিক লঞ্চ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একেবারে নতুন এক রূপে ধরা দিলেন এই চিরসবুজ নায়িকা। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, এদিন শাড়ি পরে এলেন ঋতুপর্ণা। অনুষ্ঠানে সিনেমার গানগুলো পরপর প্রদর্শিত হয়। সঙ্গে ছিলেন সংগীতশিল্পী স্বাগতালক্ষ্মী দাশগুপ্তসহ ছবির পুরো টিম।

বিশেষ চমক ছিল, ঋতুপর্ণার ফোক গানের সঙ্গে নাচ, যা পুরো অনুষ্ঠানে জমিয়ে তোলে ভিন্ন এক আমেজ।

পার্ক স্ট্রিটে পার্টি করতে পছন্দ করেন কি না জানতে চাইলে ঋতুপর্ণা বলেন, “পার্টির সব উপাদানের সঙ্গে আমার সম্পর্ক নেই। যেমন অ্যালকোহল থেকে দূরে থাকি। তবে বন্ধুদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়াটা উপভোগ করি।”

তিনি আরও বলেন, “পার্ক স্ট্রিট আমার বাড়ির একদম কাছেই—রবিনসন স্ট্রিটে ছোটবেলা কেটেছে। তাই এখানে এলেই বাড়ির মতো আপন লাগে।”

সিনেমা নিয়ে অনুভূতি প্রকাশ করে ঋতুপর্ণা বলেন, “এখনকার সময় প্রেম যেন হারিয়ে যেতে বসেছে। অথচ এই ছবিতে পাহাড়ের পটভূমিতে যে প্রেমের গল্প তুলে ধরা হয়েছে, তা অনেকের মন ছুঁয়ে যাবে।”

ইন্দ্রাশিস আচার্য পরিচালিত ‘গুডবাই মাউন্টেন’ সিনেমায় ঋতুপর্ণার সঙ্গে আছেন ইন্দ্রনীল সেনগুপ্ত, অনন্যা সেনগুপ্ত, জয়শ্রী অধিকারীসহ আরও অনেকে। সিনেমাটি মুক্তি পাচ্ছে ২৫ জুলাই।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন