Ridge Bangla

উত্তরার বিমান দুর্ঘটনায় ট্রমায় ভেঙে পড়েছেন পরিমণী

ছেলেকে জড়িয়ে ধরে হাসপাতালে আবেগভেজা এই নায়িকা। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের চত্বরে বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারিয়েছেন বহু শিক্ষার্থী। এই মর্মান্তিক ঘটনায় স্তব্ধ পুরো দেশ। স্বাধীনতার পর সবচেয়ে ভয়াবহ এই বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩২ জন নিহত হওয়ার খবর নিশ্চিত হয়েছে। আহত শতাধিক।

এই বেদনাদায়ক ঘটনা মানসিকভাবে ভেঙে দিয়েছে বহু মানুষকে। কেউ কেউ ট্রমায় পড়েছেন, অসুস্থ হয়ে পড়েছেন। তাদেরই একজন চিত্রনায়িকা পরীমণি। দুর্ঘটনার খবর শোনার পরই প্যানিক অ্যাটাকে আক্রান্ত হন তিনি। রাতেই তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের বিছানায় শুয়ে থাকা অবস্থায় পরীমণির একটি ভিডিও তার ফেসবুক পেজে প্রকাশ করা হয়। ভিডিওতে দেখা যায়, বিছানায় শুয়ে আছেন তিনি, হাতে ক্যানোলা ও স্যালাইনের টিউব। পাশে বসে আছে তার ছেলে পুণ্য। অসুস্থ অবস্থায়ও ছেলের দিকেই সবটুকু মনোযোগ দিয়েছেন পরীমণি। মাঝে মাঝে ছেলের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন, জড়িয়ে ধরছেন। যেন নিজের আতঙ্ক দূর করতে ছেলের স্পর্শেই খুঁজছেন সান্ত্বনা।

ভিডিওর ক্যাপশনে পরীমণি লিখেছেন, “সব সময় কি সব ইমোশন কন্ট্রোল করা যায়? যায় না তো।”

এমন এক ভয়াবহ ঘটনা দেখে একজন মা হিসেবে পরীমণির আবেগে ভেঙে পড়া একদমই স্বাভাবিক। দেশের মানুষও এই ঘটনায় ক্ষুব্ধ, হতবাক এবং গভীরভাবে শোকাহত।

উল্লেখ্য, উত্তরার এই দুর্ঘটনায় মৃতদের বেশিরভাগই শিক্ষার্থী। শিশুদের মৃত্যুতে পুরো জাতিই আজ নিস্তব্ধ, মর্মাহত।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন