Ridge Bangla

অনুরাগের মেয়ের বিয়েতে গিয়ে কটাক্ষের মুখে কাল্কি কোয়েচলিন

অনুরাগ কাশ্যপের সঙ্গে সম্পর্ক অনেক আগেই ভেঙে গেছে, তবুও প্রাক্তন স্বামীর মেয়ের বিয়েতে গিয়ে আলোচনায় উঠে এলেন অভিনেত্রী কাল্কি কোয়েচলিন। জীবনের একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে বন্ধুর মতো পাশে থাকতে গিয়ে এবার কটাক্ষের মুখে পড়তে হলো তাকে।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, ২০০৮ সালে ‘দেব ডি’ সিনেমার সেটে প্রেম শুরু হয় অনুরাগ-কাল্কির। ২০১১ সালে বিয়ে, আর ২০১৫ সালে বিচ্ছেদ। সেই সময় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন কাল্কি, এমনকি চিকিৎসকের পরামর্শও নিতে হয়েছিল তাকে।

অনুরাগ কাশ্যপ এর আগেই প্রথম স্ত্রী আরতি বজাজকে ছেড়ে কাল্কিকে বিয়ে করেছিলেন। কিন্তু সে দাম্পত্যও টেকেনি। এক সাক্ষাৎকারে কাল্কি বলেন, “প্রথমে কষ্ট পেয়েছিলাম। ভালোবাসার মানুষকে অন্য কারও সঙ্গে দেখা সহজ ছিল না। কিন্তু সময়ের সঙ্গে নিজেকে গুছিয়ে নিয়েছি।”

মাত্র ১৩ বছর বয়সে মা-বাবার বিচ্ছেদ দেখেছিলেন কাল্কি। সেই শৈশবের অভিজ্ঞতা যে তার ব্যক্তিগত সম্পর্কেও প্রভাব ফেলেছে, তা অকপটে স্বীকার করেছেন।

তবে প্রাক্তন স্বামীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, “অনুরাগের জন্যই বলিউডের ৩০০-৪০০ মানুষকে চিনি।” তাই অনুরাগের মেয়ে আলিয়া কাশ্যপের বিয়েতে উপস্থিত হতে কোনো দ্বিধা ছিল না তার।

অনুরাগের সঙ্গে সম্পর্ক শেষ হওয়ার পর ২০২০ সালে কন্যাসন্তানের মা হন কাল্কি। পরে ২০২৪ সালে প্রেমিক গাই হার্সবার্গকে বিয়ে করেন। বর্তমানে তিনি গাই ও মেয়েকে নিয়ে গোয়ায় বসবাস করছেন।

মা হওয়ার পরও বারবার কটাক্ষের শিকার হয়েছেন কাল্কি, তবু সাহসের সঙ্গে নিজের জীবনকে এগিয়ে নিয়ে চলেছেন এই বলিউড অভিনেত্রী।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১০

আরো পড়ুন