জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০২৪ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনার্স প্রথম বর্ষের পরীক্ষার্থীদের আবেদন ফরম পূরণের সময় নির্ধারণ করা হয়েছে ২৩ জুলাই (বুধবার) থেকে ৩০ জুলাই (বুধবার) পর্যন্ত।
ডাটা এন্ট্রি নিশ্চয়ন করা যাবে ৩১ জুলাই (বৃহস্পতিবার) পর্যন্ত। সোনালী সেবার মাধ্যমে পরীক্ষার ফি জমা দেওয়া যাবে আগামী ৩ আগস্ট (রোববার) থেকে ৪ আগস্ট (সোমবার) পর্যন্ত।
পরীক্ষার ফরম পূরণের অন্যান্য শর্তাবলি আগের মতোই বহাল থাকবে।
এই পোস্টটি পাঠ হয়েছে: ৮