Ridge Bangla

শুটিং সেটে গুরুতর আহত সুনেরাহ, হাঁটুতে গভীর আঘাত

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল শুটিংয়ের সময় গুরুতর আহত হয়েছেন। রাজধানীর ফুলার রোডে ব্রিটিশ কাউন্সিল অফিসের সামনে বুধবার (২৩ জুলাই) এক নাটকের দৃশ্য ধারণ চলাকালে এই দুর্ঘটনা ঘটে।

ঘটনার বিবরণ দিয়ে সুনেরাহ জানান, একটি দৌড়ানোর দৃশ্যের শুটিং চলছিল। সেই সময় অসাবধানতাবশত শুটিং ইউনিটের একটি লাইটের স্ট্যান্ডে হোঁচট খেয়ে তিনি মাটিতে পড়ে যান। পড়ে যাওয়ার ফলে তার দুই হাঁটুতে তীব্র আঘাত লাগে। হাঁটুর চামড়া ছিঁড়ে যায় এবং মাংস বেরিয়ে আসে। আহত অবস্থায় প্রচুর রক্তক্ষরণও হয়।

সুনেরাহ বলেন, “প্রথমে পড়ে গিয়ে বুঝতেই পারিনি কতটা ব্যথা পেয়েছি। পরে দেখি হাঁটু থেকে রক্ত ঝরছে, চামড়া ফেটে গেছে। এখন প্রচণ্ড ব্যথা অনুভব করছি। তবে সাথে সাথে প্রাথমিক চিকিৎসা নিয়েছি।”

আহতের পর সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে দুই পায়ের আঘাতের ছবি পোস্ট করেন তিনি। ক্যাপশনে লেখেন, “আজ শুটিংয়ের সময় একটি পালানোর দৃশ্যে লাইট স্কিমারের স্ট্যান্ডে হোঁচট খেয়ে পড়ে যাই এবং হাঁটুতে গভীর আঘাত পাই। আশা করি গুরুতর কিছু না।”

ভবিষ্যতের কাজ নিয়ে উদ্বেগ প্রকাশ করে সুনেরাহ বলেন, “আমার জন্য সবাই দোয়া করবেন যেন দ্রুত সুস্থ হয়ে কাজে ফিরতে পারি। আমি চাই না, আমার জন্য শিডিউল নষ্ট হোক। পেইনকিলার হয়তো কিছুটা আরাম দেবে।”

প্রসঙ্গত, সুনেরাহ অভিনয়ে যেমন সফল, তেমনি শুটিংয়ে পেশাদারিত্বের জন্যও পরিচিত। এই দুর্ঘটনা তার ভক্তদের মধ্যে উদ্বেগের জন্ম দিয়েছে। তবে অভিনেত্রী আশাবাদী, দ্রুত সুস্থ হয়ে তিনি আবার শুটিংয়ে ফিরবেন।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন