বাংলাদেশের রক সংগীতের পথিকৃত ব্যান্ড ওয়ারফেজ এবার তাদের গৌরবময় ৪০ বছরের সংগীতযাত্রা উদযাপন করতে যাচ্ছে কানাডার বিভিন্ন শহরে। ব্যান্ডটির দীর্ঘ চার দশকের ইতিহাসকে সম্মান জানাতে আয়োজিত হচ্ছে ‘ওয়ারফেজ কানাডা ট্যুর ২০২৫’, যা অনুষ্ঠিত হবে আগামী সেপ্টেম্বর ও অক্টোবর মাসজুড়ে।
ট্যুরটির আয়োজন করছে এমএনসি এন্টারটেইনমেন্ট। আয়োজকেরা জানান, এটি শুধু একটি সংগীতানুষ্ঠান নয়, বরং একটি প্রজন্মগঠনের রক ঐতিহ্যের উদযাপন। “প্রস্তুত হও কানাডা, কারণ ওয়ারফেজ আসছে ইতিহাস গড়তে”—এই ঘোষণাতেই রোমাঞ্চিত কানাডার বাংলাদেশি কমিউনিটি ও রক সংগীতপ্রেমীরা।
ওয়ারফেজ এই ট্যুরে ১০টি শহরে কনসার্ট করবে। ভক্তদের জন্য ঘোষণা করা হয়েছে তারিখ ও ভেন্যুগুলোর তালিকাও। নির্ধারিত কনসার্টের তারিখ ও শহরগুলো হলো:
লন্ডন – ৬ সেপ্টেম্বর, ভ্যাঙ্কুভার – ৭ সেপ্টেম্বর
এডমন্টন – ১২ সেপ্টেম্বর, হ্যালিফ্যাক্স – ১৪ সেপ্টেম্বর
সেন্ট জনস – ১৯ সেপ্টেম্বর, রেজিনা – ২০ সেপ্টেম্বর
সাসকাচুয়ান – ২১ সেপ্টেম্বর, টরন্টো – ২৬ সেপ্টেম্বর
অটোয়া – ২৭ সেপ্টেম্বর, উইনিপেগ – ৩ অক্টোবর
১৯৮৪ সালে প্রতিষ্ঠিত ওয়ারফেজ বাংলা রক মিউজিককে এনে দেয় নতুন পরিচয়। ব্যান্ডটির ‘মায়া’, ‘পৃথিবীটা নাকি’, ‘যুদ্ধ’ কিংবা ‘অবাক ভালোবাসা’র মতো গান একাধিক প্রজন্মের হৃদয়ে জায়গা করে নিয়েছে। এবার কানাডার মঞ্চে সেই ইতিহাসই ফিরে আসছে নতুন উদ্দীপনায়।
চার দশকের রক-যাত্রাকে আন্তর্জাতিক পরিসরে ছড়িয়ে দেওয়ার এই আয়োজনে অংশ নিতে প্রস্তুত কানাডা প্রবাসী ভক্তরা। কনসার্টগুলো হয়ে উঠতে পারে বাংলাদেশের ব্যান্ড সংগীতের এক অনন্য আন্তর্জাতিক উদযাপন।