মুক্তির পর থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে বলিউডের আলোচিত সিনেমা ‘সাইয়ারা’। একের পর এক রেকর্ড ভেঙে তৈরি করছে নতুন ইতিহাস। দর্শকপ্রিয়তার শীর্ষে থাকা এই ছবিতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন আহান পান্ডে ও অনিত পাড্ডা।
ভারতীয় বক্স অফিস বিশ্লেষকদের মতে, মুক্তির পর মাত্র পাঁচ দিনে ১৩২.২৫ কোটি রুপি আয় করেছে ‘সাইয়ারা’। অথচ সিনেমাটির নির্মাণ ব্যয় ছিল মাত্র ৬০ কোটি। মঙ্গলবার পর্যন্ত একদিনে ২৫ কোটি রুপি আয় করে ছবিটি এই বছরের বলিউডে সর্বোচ্চ দৈনিক আয়–এর রেকর্ড গড়েছে। এদিনই ছবিটি ‘হাউসফুল ৫’, ‘রেইড-২’ এবং ‘সিতারা জামিন পার’-এর রেকর্ড ছাড়িয়ে গেছে।
বিশেষ করে পঞ্চম দিনের (মঙ্গলবার) আয় ২৫ কোটি রুপি ছাড়িয়ে গিয়েছে আমির খানের ‘দঙ্গল’ (২৩.০৯ কোটি), শাহরুখ খানের ‘পাঠান’ (২৩ কোটি), সালমান খানের ‘টাইগার জিন্দা হ্যায়’ (২১.৬ কোটি), এমনকি যশের ব্লকবাস্টার ‘কেজিএফ ২’-কেও (২৪.৯০ কোটি)। ব্যবসায় বিশ্লেষকরা বলছেন, সপ্তাহের মাঝামাঝি দিনে আয়ের এমন উল্লম্ফন বিরল।
সাপ্তাহিক আয় সংক্ষেপ:
শুক্রবার: ২১.৫ কোটি রুপি
শনিবার: ২৬ কোটি রুপি
রবিবার: ৩৫.৭৫ কোটি রুপি
সোমবার: ২৪ কোটি রুপি
মঙ্গলবার: ২৫ কোটি রুপি
মোহিত সুরি পরিচালিত এবং যশরাজ ফিল্মস প্রযোজিত এই সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছে চাঙ্কি পান্ডের ভাতিজা আহান পান্ডের। প্রেমিক ও সংগীতশিল্পীর চরিত্রে তার অভিনয় দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। অনিত পাড্ডাও তাঁর সাবলীল অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছেন।
দর্শক ও সমালোচকদের মতে, ‘সাইয়ারা’ শুধু রোমান্স নয়, নতুন প্রজন্মের বলিউড তারকাদের আত্মপ্রকাশের এক চমৎকার উদাহরণ হয়ে উঠেছে।