Ridge Bangla

দক্ষিণী সিনেমায় জাহ্নবীর দাপট, পারিশ্রমিক এখন ৬ কোটি!

বলিউডের উঠতি অভিনেত্রী জাহ্নবী কাপুর এখন দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র জগতেও নিজেকে প্রমাণ করে চলেছেন। জুনিয়র এনটিআর-এর সঙ্গে ‘দেভারা’ ছবিতে আলোচিত অভিষেকের পর এবার তিনি চুক্তিবদ্ধ হয়েছেন আরও বড় বাজেটের একটি তেলেগু ছবিতে—‘পেড্ডি’। আর এই ছবির জন্যই নিজের পারিশ্রমিক বাড়িয়ে ৬ কোটি রুপি নিয়েছেন জাহ্নবী, যা তার আগের পারিশ্রমিক থেকে এক কোটি বেশি।

‘পেড্ডি’ ছবিতে জাহ্নবীর বিপরীতে রয়েছেন সুপারস্টার রাম চরণ। এটি একটি স্পোর্টস ড্রামা, যার কাহিনিতে থাকবে গ্যাং প্রতিদ্বন্দ্বিতা, খেলার রোমাঞ্চ এবং এক অনন্য পিরিয়ডিক সেটিং। ছবিটি পরিচালনা করছেন ‘উপেন্না’ খ্যাত বুচি বাবু সানা, আর সংগীত পরিচালনায় রয়েছেন অস্কারজয়ী এ আর রহমান। প্রযোজনায় আছে মাইথ্রি মুভি মেকার্স। মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে ২০২৬ সালের ২৭ মার্চ।

‘পেড্ডি’ নিয়ে নির্মাতারা যেমন আশাবাদী, তেমনি দক্ষিণ ভারতীয় দর্শকদের মধ্যেও ছবিটি ঘিরে আগ্রহ তুঙ্গে। এই ছবির মাধ্যমে জাহ্নবী দক্ষিণী ইন্ডাস্ট্রিতে আরও শক্ত অবস্থান তৈরি করতে চলেছেন।

এদিকে, অলু অর্জুন ও পরিচালক আটলি কুমারের আসন্ন একটি প্রজেক্টে জাহ্নবীকে নায়িকা হিসেবে নেওয়ার পরিকল্পনা চলছে বলেও গুঞ্জন শোনা যাচ্ছে। একের পর এক বড় ব্যানারের ছবিতে কাজ করার কারণে দক্ষিণের ইন্ডাস্ট্রিতে জাহ্নবীর জনপ্রিয়তা দ্রুত বাড়ছে।

সবমিলিয়ে বলিউডের গণ্ডি পেরিয়ে জাহ্নবী কাপুর এখন টলিউডেও হয়ে উঠেছেন নতুন ‘নর্থ ইন্ডিয়ান ফেভারিট’। দক্ষ অভিনয়, স্টাইল আর পরিশ্রম দিয়ে তিনি দক্ষিণের দর্শকদের মন জয় করে নিচ্ছেন দাপটের সঙ্গেই।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৩

আরো পড়ুন