Ridge Bangla

‘চাঁদ তারা সূর্য’-এর কণ্ঠশিল্পী শাফিন আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ

বাংলাদেশের ব্যান্ড সংগীতের অন্যতম পথিকৃৎ, জনপ্রিয় গায়ক শাফিন আহমেদ-এর প্রথম মৃত্যুবার্ষিকী আজ ২৪ জুলাই। ঠিক এক বছর আগে, ২০২৪ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় হৃদরোগ ও কিডনি জটিলতায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল মাত্র ৬৩ বছর।

‘মাইলস’ ব্যান্ডের প্রাণ হিসেবে পরিচিত শাফিন আহমেদ শুধু একজন গায়ক নন, ছিলেন একজন গীতিকার, সুরকার ও বেজ গিটারিস্টও। তার গাওয়া “চাঁদ তারা সূর্য”, “ফিরিয়ে দাও”, “আজ জন্মদিন তোমার”, “প্রতীক্ষা”, “নীলা”, “হারানো বিকেল”—এই গানগুলো একাধিক প্রজন্মের শ্রোতার হৃদয়ে গেঁথে আছে।

শাফিনের সংগীত জীবনের শিকড় ছিল তার পরিবারেই। তিনি ছিলেন কিংবদন্তি নজরুলসংগীত শিল্পী ফিরোজা বেগম ও বিখ্যাত সুরকার কমল দাশগুপ্তের সন্তান। কলকাতায় জন্ম হলেও বাংলাদেশেই তিনি বেড়ে ওঠেন এবং এখানকার সংগীতজগতে নিজেকে প্রতিষ্ঠিত করেন।

১৯৭৯ সালে ভাই হামিন আহমেদের সঙ্গে ‘মাইলস’ ব্যান্ডে যুক্ত হন শাফিন। ১৯৯১ সালে লিড ভোকালিস্ট হিসেবে আত্মপ্রকাশ করে শুরু করেন ব্যান্ডের স্বর্ণযুগ। স্টেজে তার উপস্থিতি, কণ্ঠের জাদু ও গভীর গানের কথা—সব মিলিয়ে শাফিন আহমেদ হয়ে ওঠেন এক অনন্য নাম।

জীবনের শেষ বছরগুলোতে তিনি বিভিন্ন আন্তর্জাতিক কনসার্টে অংশ নিচ্ছিলেন। ২০২৪ সালের জুলাইয়ে যুক্তরাষ্ট্র সফরে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং হাসপাতালে ভর্তি হন। লাইফ সাপোর্টে থাকা অবস্থায় ২৪ জুলাই ভোরে তার মৃত্যু হয়।

শাফিন আহমেদের চলে যাওয়া শুধু একটি কণ্ঠের নিভে যাওয়া নয়, বরং বাংলাদেশের ব্যান্ড সংগীতের এক যুগের অবসান। আজ তার প্রথম মৃত্যুবার্ষিকীতে সারা দেশের সংগীতপ্রেমীরা তাকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১২

আরো পড়ুন