Ridge Bangla

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ

দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিটে বিদ্যুৎ উৎপাদন হঠাৎ বন্ধ হয়ে গেছে। সোমবার (২১ জুলাই) সকাল থেকে ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ইউনিটটি জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়। কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বকর সিদ্দিক জানিয়েছেন, সার্ভেয়ার ফল্টের কারণে উৎপাদন বন্ধ হয়েছে।

প্রতিদিন এ ইউনিট চালু রাখতে প্রায় ১ হাজার ৬০০ টন কয়লার প্রয়োজন হয় এবং গড়ে ১৬০–১৬৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হতো। ইউনিটটি বন্ধ থাকায় পার্বতীপুরসহ উত্তরাঞ্চলের অন্তত আটটি জেলায় লোডশেডিং বেড়েছে।

বর্তমানে ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন প্রথম ইউনিট থেকে মাত্র ৫০–৫৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। দ্বিতীয় ইউনিটটি ২০২০ সালের নভেম্বর থেকে মেরামতের জন্য বন্ধ রয়েছে।

প্রধান প্রকৌশলী আশাবাদ ব্যক্ত করে বলেন, “তৃতীয় ইউনিট চালু হলে লোডশেডিং অনেকটা কমে আসবে।” মঙ্গলবার (২২ জুলাই) মধ্যে মেরামতের কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, কয়লার ঘাটতির কারণে গত ২৩ জুন থেকে বড়পুকুরিয়া কয়লাখনিতে উত্তোলন কার্যক্রমও বন্ধ রয়েছে। বর্তমানে মজুত রয়েছে প্রায় ৩ লাখ ৯০ হাজার টন কয়লা, কিন্তু তিনটি ইউনিট চালু রাখতে দৈনিক প্রয়োজন ৫ হাজার ২০০ টন কয়লা। অতীতে কখনোই তিনটি ইউনিট একসঙ্গে সচল রাখা সম্ভব হয়নি।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১০

আরো পড়ুন