বলিউডের জনপ্রিয় অভিনেতা ও ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত আমির খান বহুদিন ধরেই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অনুপস্থিত থাকেন—এ নিয়ে বহু প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল ভক্তদের মনে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি নিজেই জানালেন, কেন তিনি এসব অনুষ্ঠানে অংশ নেন না।
আমির বলেন, ক্যারিয়ারের শুরুতে তিনি দুই–তিন বছর অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যেতেন নিয়মিত। কিন্তু ধীরে ধীরে তার চোখে স্পষ্ট হয়, এই পুরস্কারগুলো মেধা ও কাজের স্বীকৃতি নয়, বরং ব্যক্তি সম্পর্ক ও পরিচিতির ভিত্তিতে দেওয়া হয়। তার ভাষায়, ‘‘বেস্ট সাপোর্টিং অভিনেতার জন্য পাঁচজনের নাম থাকে। কিন্তু দেখা যায়, নতুন কেউ ভালো করলেও তাকে বাদ দিয়ে সিনিয়রদের পুরস্কার দেওয়া হয়—শুধু সম্পর্ক ভালো থাকার কারণে।’’
তিনি আরও বলেন, ‘‘একজন শিল্পীর কাজের মূল্যায়ন হওয়া উচিত তার মেধা ও পরিশ্রমের ভিত্তিতে, কিন্তু এখানে দেখা হয় কে কত পুরনো, কার কার সঙ্গে সম্পর্ক ভালো। কাজের যোগ্যতার মূল্য নেই—এই অন্যায় অনুষ্ঠানের অংশ হতে চাই না আমি।’’
আমির খানের এমন স্পষ্ট বক্তব্য বলিউডের অ্যাওয়ার্ড অনুষ্ঠানের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে নতুন করে বিতর্ক উস্কে দিয়েছে। অনেকেই মনে করছেন, ইন্ডাস্ট্রির একজন শীর্ষস্থানীয় শিল্পীর এমন অবস্থান আগামীর শিল্পীদের জন্য অনুপ্রেরণাদায়ক ও ইতিবাচক বার্তা বহন করবে।