Ridge Bangla

বিমান বিধ্বস্তে নিহতদের মধ্যে ২০ জনের মরদেহ হস্তান্তর

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহতদের মধ্যে ২০ জনের মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের স্বাস্থ্য উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান।

মঙ্গলবার (২২ জুলাই) সকালে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি জানান, গত ১২ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এতে করে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ জনে, যার মধ্যে ২৫ জনই শিশু। বাকি দুজনের একজন বিমানচালক ও অপরজন একজন শিক্ষিকা।

তিনি বলেন, “এখন পর্যন্ত ২০ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। তবে ৬ জনের মরদেহ এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। উত্তরা আধুনিক হাসপাতালে থাকা একজনের দেহাবশেষ শনাক্তে ডিএনএ পরীক্ষা লাগতে পারে।”

চিকিৎসা সংক্রান্ত তথ্য জানিয়ে ডা. সায়েদুর রহমান বলেন, “আহতদের চিকিৎসার জন্য সবধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এখন পর্যন্ত ৭৮ জন আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন—এর মধ্যে ৪২ জন জাতীয় বার্ন ইউনিটে, ২৮ জন সিএমএইচে এবং ৩ জন ঢামেক বার্ন ইউনিটে চিকিৎসাধীন, যাদের মধ্যে ২ জন আইসিইউতে আছেন।”

উল্লেখ্য, সোমবার দুপুর ১টার কিছু পরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ (বিজেআই) প্রশিক্ষণ বিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায়, আর ভেতরে থাকা শিক্ষার্থীদের অনেকেই প্রাণ হারান বা গুরুতর আহত হন।

দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা উদ্ধার অভিযানে অংশ নেয়। বিমান বাহিনীর হেলিকপ্টারে করে হতাহতদের বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়।

সর্বশেষ তথ্য অনুযায়ী, এই ভয়াবহ দুর্ঘটনায় ২৭ জন নিহত এবং ৭৮ জন এখনো চিকিৎসাধীন রয়েছেন।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন