উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ব্যাপক প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। সেই প্রেক্ষিতে আগামী ২৩ ও ২৪ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এই মর্মান্তিক দুর্ঘটনায় শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় শোকস্বরূপ এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর জানিয়েছে, স্থগিত হওয়া পরীক্ষাগুলোর পরিবর্তিত সময়সূচি পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও গণমাধ্যমের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তবে অন্য সব পরীক্ষার সময়সূচি পূর্বঘোষিত অনুযায়ী বহাল থাকবে।
উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) দুপুরে ঢাকার উত্তরা দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ (বিজেআই) প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এতে ৩১ জন নিহত এবং অন্তত ১৭১ জন দগ্ধ বা আহত হন। এই শোকাবহ ঘটনার প্রেক্ষিতে মঙ্গলবার জাতীয় শোক দিবস পালন করা হয় এবং এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত করা হয়।