রাজধানীর মিরপুর শেওড়াপাড়ার শামীম সরণিতে একটি বহুতল আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৪টা ১০ মিনিটে আগুন লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ভবনটিতে পারিবারিক ফ্ল্যাট ছাড়াও কয়েকটি দোকান থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। বিকেলে হঠাৎ ধোঁয়া বের হতে দেখে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক বাসিন্দা ভবন ছেড়ে দ্রুত রাস্তায় নেমে আসেন। ফলে আশপাশের সড়কে যানজট তৈরি হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে উদ্ধার কার্যক্রম পরিচালনায় সহায়তা করছেন এবং ভিড় সামলানোর চেষ্টা করছেন।
তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস জানিয়েছে, সতর্কতার অংশ হিসেবে ভবনের সব বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আগুন লাগার কারণ বিস্তারিতভাবে জানানো হবে।