আগামী ৫ আগস্ট (মঙ্গলবার) সারা দেশে তফসিলি ব্যাংক ও সব আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। সরকার ঘোষিত ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে দিনটি সরকারি ছুটির দিন হিসেবে ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ সোমবার (২১ জুলাই) এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে ১৭ জুলাই ব্যাংক বন্ধের প্রাথমিক নির্দেশনা দেওয়া হয়েছিল।
সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে গত ২ জুলাই যে প্রজ্ঞাপন জারি করা হয়, তাতে ৫ আগস্টকে জাতীয়ভাবে স্বীকৃত ছুটির দিন ঘোষণা করা হয় ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ হিসেবে। এই প্রেক্ষিতে, অন্যান্য সরকারি অফিস-আদালতের পাশাপাশি সব ব্যাংক ও ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানও বন্ধ থাকবে।
বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৫ আগস্ট ব্যাংকিং কার্যক্রম হবে না, তাই সকল গ্রাহক ও সংশ্লিষ্ট পক্ষকে অগ্রিম আর্থিক পরিকল্পনা ও লেনদেন সম্পন্ন করার অনুরোধ জানানো হয়েছে।