মঙ্গলবার (৮ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, মিয়ানমারের রাখাইনের বর্তমান পরিস্থিতির কারণে রোহিঙ্গাদের প্রত্যাবাসন এখনই সম্ভব নয়।
তিনি বলেন, “বাংলাদেশে আশ্রয় নেওয়া ৮ লাখ রোহিঙ্গার তালিকা থেকে মিয়ানমার সরকার এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে প্রত্যাবাসনের জন্য যোগ্য হিসেবে চিহ্নিত করেছে। তবে, রাখাইনের যে অবস্থা, তা অনুসারে এখনই তাদের প্রত্যাবাসন করা সম্ভব নয়।”
পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, “প্রত্যাবাসন নির্ভর করবে গ্রাউন্ড রিয়ালিটির ওপর। রাখাইনে বাস্তব যে পরিস্থিতি, সেটা আমরা জানি। এই অবস্থায় তাদের নিরাপদ প্রত্যাবাসন সম্ভব নয়।”
তিনি আন্তর্জাতিক সম্প্রদায়সহ সবাইকে একত্রিত হয়ে রোহিঙ্গাদের জন্য সহায়ক পরিবেশ সৃষ্টির আহ্বান জানান, যাতে তারা নিরাপত্তা ও অধিকারসহ নিজেদের দেশে ফিরে যেতে পারে।
২০১৮ সালের জানুয়ারিতে মিয়ানমার সরকারের সঙ্গে চুক্তি সই করার পর বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ফেরত নেওয়ার কথা ছিল, তবে প্রত্যাবাসন প্রক্রিয়া শুরুর দুই মাসের মধ্যেই এটি থমকে যায়। নাগরিকত্ব, নিরাপত্তা, নিজ জমিতে ফেরার নিশ্চয়তাসহ ৮ দফা দাবি জানিয়ে রোহিঙ্গারা তাৎক্ষণিকভাবে প্রত্যাবাসন শুরু হতে পারেনি।
এতদিন ধরে, প্রত্যাবাসন প্রক্রিয়ার কোনো কার্যকর অগ্রগতি হয়নি, যার ফলে রোহিঙ্গাদের ফিরে যাওয়ার বিষয়ে এখনও কোনো নিশ্চিততা পাওয়া যায়নি।