নির্বাচনে জয়ী হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন—এটাই একটি মহলের আতঙ্ক এবং এই কারণেই তারা নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত, এমন মন্তব্য করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও বিএনপি নেতা মনির খান।
সোমবার (২১ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ গণতান্ত্রিক সাংস্কৃতিক জোট আয়োজিত ‘নির্বাচন বানচালের ষড়যন্ত্র: গণতন্ত্র ও সুশাসনের জন্য হুমকি’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মনির খান বলেন, “তারেক রহমান এই দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হবেন, এই সম্ভাবনা থেকেই একটি মহল অস্থির হয়ে উঠেছে। তারা নির্বাচন বানচালের অপচেষ্টা চালাচ্ছে, কিন্তু বিএনপি কোনোভাবেই এই ষড়যন্ত্র মেনে নেবে না।”
তিনি অভিযোগ করেন, কিছু সন্ত্রাসী ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে বিদায়ী সরকারের ছায়াতলে নেমে এসেছে এবং পরিকল্পিতভাবে অরাজকতা সৃষ্টি করছে। তিনি বলেন, “যদি তারেক রহমান দুই দিন চুপ থাকেন, শান্ত থাকতে না বলেন, এই পিচ্চি পোলাপানদের কী অবস্থা হবে, কল্পনাও করতে পারবেন না।”
বিএনপির শান্ত অবস্থানের ব্যাখ্যা দিয়ে মনির খান বলেন, “বেগম খালেদা জিয়ার নির্দেশেই আমরা শান্ত আছি। আমরা প্রতিশোধে বিশ্বাসী নই।” তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “যা করছেন তা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। কোটাভিত্তিক আন্দোলনের নামে অশান্তি সৃষ্টি করে দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা নষ্ট করতে চাইলে জনগণ তা মেনে নেবে না।”
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত মনির খান আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়নপ্রার্থী হওয়ার আগ্রহও প্রকাশ করেছেন।