Ridge Bangla

উত্তরায় বিমান বিধ্বস্ত: ডিএনসিসির জোন-১–এর সব ছুটি বাতিল

রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজ প্রাঙ্গণে বিমান বাহিনীর একটি এফ-৭ (বিজেআই) প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে বহু হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

দুর্ঘটনাস্থলে যেকোনো জরুরি সহায়তা নিশ্চিত করতে প্রস্তুতির অংশ হিসেবে ডিএনসিসির জোন-১ (উত্তরা) এর অধীনস্থ সকল কর্মকর্তা ও কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ।

সোমবার (২১ জুলাই) রাতে ডিএনসিসির মুখপাত্র জোবায়ের হোসেন জানান, বিমান দুর্ঘটনার পরপরই ডিএনসিসির স্বাস্থ্য বিভাগ, বর্জ্য ব্যবস্থাপনা বিভাগসহ সংশ্লিষ্ট সব বিভাগকে standby রাখা হয়েছে।

শোকবার্তায় ডিএনসিসি প্রশাসক নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি সংশ্লিষ্ট সবাইকে ধৈর্য সহকারে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানান।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১১

আরো পড়ুন