Ridge Bangla

শর্ত পূরণ না করলে ১৫ দিনের পর বাতিল হবে নতুন দলের আবেদন: ইসি

নিবন্ধনের শর্ত পূরণ না করলে নতুন রাজনৈতিক দলগুলোর আবেদন ১৫ দিনের পর বাতিল করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (২৩ জুলাই) ইসি সচিবালয় সূত্রে এই তথ্য পাওয়া গেছে।

এর আগে, প্রাথমিক যাচাই-বাছাইয়ে দেখা যায়, কোনো নতুন দলই নির্বাচন কমিশনের নির্ধারিত শর্তগুলো পূরণ করতে পারেনি। এই পরিস্থিতিতে ইসি নতুন আবেদনকারী দলগুলোকে আরও ১৫ দিনের সময় দিয়েছে। নির্ধারিত সময়সীমার মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র ও প্রমাণাদি জমা দিতে ব্যর্থ হলে তাদের আবেদন বাতিল বলে বিবেচিত হবে।

উল্লেখ্য, গত ২০ এপ্রিল পর্যন্ত রাজনৈতিক দল নিবন্ধনের আবেদন চেয়ে প্রথম বিজ্ঞপ্তি প্রকাশ করে ইসি। পরে কিছু দল সময় বাড়ানোর আবেদন করলে সেই সময়সীমা ২২ জুন পর্যন্ত বৃদ্ধি করা হয়। ওই সময়সীমার মধ্যে ১৪৪টি রাজনৈতিক দল মোট ১৪৭টি আবেদন জমা দেয়।

তবে প্রাথমিক যাচাইয়ে দেখা যায়, জাতীয় নাগরিক পার্টিসহ কোনো দলই নিবন্ধনের শর্ত অনুযায়ী যথাযথ কাগজপত্র দিতে পারেনি। ফলে ইসি প্রতিটি দলকে চূড়ান্তভাবে শর্ত পূরণের জন্য অতিরিক্ত ১৫ দিনের সময় দিয়েছে।

ইসি সূত্র জানিয়েছে, এ সময়ের মধ্যে দলগুলোকে সংগঠনের কার্যক্রম, সদস্য সংখ্যা, জেলা কার্যালয় এবং সাংগঠনিক কাঠামোর প্রমাণসহ নির্ধারিত তথ্য ও নথি জমা দিতে হবে। অন্যথায়, নিয়ম অনুসারে আবেদন বাতিল করা হবে।

আরো পড়ুন