Ridge Bangla

সচিবালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ

শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগ দাবিতে সচিবালয়ে প্রবল বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে শত শত বিক্ষুব্ধ শিক্ষার্থী সচিবালয়ের এক নম্বর গেট ভেঙে ও দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং পুলিশ ও সেনা সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়।

সচিবালয়ের ভিতরে ঢুকে শিক্ষার্থীরা এলজিআরডি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনের অংশে ভাঙচুর চালায়। এ সময় একাধিক গাড়িও ক্ষতিগ্রস্ত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। সংঘর্ষের কারণে গুলিস্তান ও জিরো পয়েন্ট এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

এর আগে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে সচিবালয়ের সামনে অবস্থান নেয় এবং পরীক্ষা স্থগিতের সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে। উল্লেখ্য, সোমবার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে অন্তত ৩১ জন নিহত ও দেড় শতাধিক আহত হয়। কিন্তু সেই প্রেক্ষাপটেও সরকার মঙ্গলবার এইচএসসি পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, যা গভীর রাতে স্থগিত করা হয়।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, গভীর রাতে স্থগিত ঘোষণা আসায় অনেকেই সকালে পরীক্ষাকেন্দ্রে চলে গেছে, যা তাদের মানসিকভাবে বিপর্যস্ত করেছে। তারা শিক্ষা উপদেষ্টা ড. সি. আর. আবরারের পদত্যাগ দাবি করেন।

এদিন সকালে মাইলস্টোন স্কুলের সামনে শিক্ষার্থীরা ছয় দফা দাবি তুলে ধরে বিক্ষোভ শুরু করে। সেখানে আইন উপদেষ্টা আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে এলে তাদেরকেও তোপের মুখে পড়তে হয়।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন