Ridge Bangla

দ্বিতীয় টি-টোয়েন্টি বিমান দুর্ঘটনায় হতাহতদের উৎসর্গ বিসিবির

পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জয়ের সম্ভাবনা নিয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হবে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি। তবে ক্রিকেটীয় উত্তেজনার বদলে জাতির মন এখন শোকভারাক্রান্ত, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনার কারণে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক শোকবার্তায় জানিয়েছে, মাইলস্টোন বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের স্মরণে মঙ্গলবারের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি তাদের উদ্দেশে উৎসর্গ করা হয়েছে। সোমবার রাতে বিসিবি তাদের অফিসিয়াল ফেসবুক পেজের প্রোফাইল পিকচার পরিবর্তন করে কালো ব্যাজযুক্ত লোগো প্রকাশ করেছে, যা শোকের প্রতীক।

বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, রাষ্ট্রীয় শোক দিবস হওয়ায় দেশের সব বিসিবি ভেন্যুতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। আজকের ম্যাচ শুরু হবে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে। দুই দলের খেলোয়াড়, টিম ম্যানেজমেন্ট ও ম্যাচ অফিসিয়ালরা কালো আর্মব্যান্ড পরে খেলায় অংশ নেবেন।

নিহতদের সম্মান জানাতে স্টেডিয়ামে কোনো রকম গান বা বিনোদনমূলক কার্যক্রম পরিচালিত হবে না। একইসঙ্গে দেশের অন্যান্য ক্রিকেট ভেন্যুতে আয়োজন করা হয়েছে দোয়া ও প্রার্থনার কর্মসূচি।

এমন মানবিক উদ্যোগে বিসিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ক্রীড়াপ্রেমীরা। তারা মনে করছেন, এই উদ্যোগ শুধু ক্রিকেটীয় শোক নয়, বরং সমগ্র জাতির সংহতির প্রতীক হয়ে উঠেছে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন