Ridge Bangla

ফোলা মুখে উরফিকে দেখে উদ্বিগ্ন ভক্তরা

বলিউডের ব্যতিক্রমী ফ্যাশনের জন্য পরিচিত উরফি জাভেদ এবার আলোচনায় এসেছেন নিজের চেহারার পরিবর্তন নিয়ে। সম্প্রতি ভাইরাল হওয়া কিছু ছবি ও ভিডিওতে উরফির মুখ ও ঠোঁট অস্বাভাবিকভাবে ফোলা দেখা যায়, যা নিয়ে ভক্তদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। অনেকে ভেবেছেন তিনি অ্যালার্জিতে ভুগছেন, কেউ কেউ স্বাস্থ্যগত জটিলতার আশঙ্কাও প্রকাশ করেছেন।

ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, উরফির ঠোঁটে একাধিকবার ইনজেকশন দেওয়া হচ্ছে। পরে নিজেই ইনস্টাগ্রামে এক ভিডিওবার্তায় বিষয়টি ব্যাখ্যা করে উরফি জানান, মুখের পুরোনো ফিলার অপসারণ করছেন তিনি। কারণ সেগুলো নষ্ট হয়ে গিয়ে সমস্যা তৈরি করছিল। এ প্রসঙ্গে তিনি বলেন, “প্রক্রিয়াটি খুব যন্ত্রণাদায়ক। তাই কেউ ফিলার বা কসমেটিক প্রক্রিয়ার কথা ভাবলে আগে ভালোভাবে ভেবে নেওয়া উচিত।”

উরফি আরও জানান, আগেও তিনি বোটক্স ও ফিলার করিয়েছেন, তবে এবার ভিন্ন ও কম যন্ত্রণাদায়ক পদ্ধতি বেছে নেওয়ার পরিকল্পনা করছেন। ভবিষ্যতে ফিলার করলেও সূচের পরিবর্তে আরামদায়ক পদ্ধতিকে গুরুত্ব দেবেন বলে জানান তিনি।

এর আগে মুখে অস্বাভাবিক ফোলাভাব দেখা দিলে উরফি চিকিৎসকের পরামর্শ চেয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করেছিলেন। তার এই খোলামেলা শেয়ারিংয়ে ভক্তদের মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও অনেকে তার সাহসিকতার প্রশংসা করেছেন।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১২

আরো পড়ুন