Ridge Bangla

পরিবারগুলোকে এই কঠিন সময় পার করার শক্তি দিন: শাকিব খান

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নারী-শিশুসহ অন্তত ২২ জন নিহত এবং ১৭১ জন আহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান।

সোমবার (২১ জুলাই) দুপুরের মর্মান্তিক ঘটনার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি শোকবার্তা প্রকাশ করেন তিনি। বার্তায় শাকিব লেখেন, “রাজধানীর উত্তরার একটি শিক্ষাপ্রতিষ্ঠানে বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহত সকলের প্রতি গভীর সমবেদনা জানাই।”

তিনি আরও বলেন, “মহান আল্লাহ যেন আহতদের দ্রুত আরোগ্য দান করেন এবং শোকাহত পরিবারগুলোকে এই কঠিন সময় পার করার শক্তি দেন।”

উল্লেখ্য, সোমবার দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করা বিমানটি কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিধ্বস্ত হয়। এতে স্কুলের ছাত্র-ছাত্রীসহ বহু মানুষ হতাহত হন। এ ঘটনায় এখন পর্যন্ত নারী ও শিশুসহ অন্তত ৩০ জনের শরীর দগ্ধ হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, দুর্ঘটনাকবলিত বিমানে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর একাই ছিলেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যেই একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রাজধানীজুড়ে বিশেষ করে উত্তরার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শোকের ছায়া নেমে এসেছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১০

আরো পড়ুন