Ridge Bangla

মিরপুরের শেওড়াপাড়ায় বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর মিরপুর শেওড়াপাড়ার শামীম সরণিতে বহুতল একটি ভবনে মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে লাগা আগুন ফায়ার সার্ভিসের তৎপরতায় সাড়ে দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফায়ার সার্ভিস আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে বলে জানায়।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা যায়, বিকেল ৪টা ১০ মিনিটে হঠাৎ ভবনটিতে আগুন লাগে। খবর পেয়ে প্রথমে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে ধাপে ধাপে আরও ইউনিট যুক্ত হয়ে আগুন নেভানোর কাজ চালায়।

প্রাথমিক তথ্যে জানা যায়, বহুতল ভবনটিতে আবাসিক ফ্ল্যাটের পাশাপাশি বাণিজ্যিক প্রতিষ্ঠানও ছিল, যার ফলে আগুন দ্রুত বিভিন্ন তলায় ছড়িয়ে পড়ে। আগুনের ভয়াবহতায় আতঙ্কিত হয়ে ভবনের বাসিন্দা ও আশপাশের লোকজন দ্রুত সড়কে নেমে আসেন। এতে আশপাশের সড়কে ব্যাপক যানজট দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়।

ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুনের সঠিক উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানানো হবে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, আগুনের ধোঁয়ায় গোটা এলাকা ঢেকে গিয়েছিল। ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক তৎপরতায় বড় ধরনের বিপর্যয় থেকে ভবনটি রক্ষা পেয়েছে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন