ক্রিস্টাল প্যালেস ইউরোপা লিগে খেলার সুযোগ হারিয়ে কনফারেন্স লিগে অবনমিত হওয়ার সিদ্ধান্ত চ্যালেঞ্জ জানিয়ে ক্রীড়া আদালত ‘কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্ট’ (CAS)-এ আপিল করেছে। এই আপিলে তারা ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা, ফরাসি ক্লাব লিওঁ এবং প্রিমিয়ার লিগ প্রতিদ্বন্দ্বী নটিংহাম ফরেস্টকে পক্ষভুক্ত করেছে।
প্যালেসকে শাস্তি দেওয়া হয় মালিকানা সম্পর্কিত নিয়ম ভঙ্গের কারণে। ক্লাবটির আমেরিকান মালিক জন টেক্সটর একই সঙ্গে ফরাসি ক্লাব লিওঁরও প্রধান মালিক। চলতি মৌসুমে উভয় ক্লাবই ইউরোপা লিগের জন্য কোয়ালিফাই করায়, উয়েফার মালিকানা বিধি অনুযায়ী—একই প্রতিযোগিতায় দুই ক্লাব অংশ নিতে পারবে না যদি তাদের মালিকানা একই ব্যক্তির হাতে থাকে।
উয়েফা এ নিয়মের আওতায় প্যালেসকে ইউরোপা লিগ থেকে বাদ দিয়ে তাদের পরিবর্তে সপ্তম স্থানে থাকা নটিংহাম ফরেস্টকে জায়গা দিতে চায়। তবে প্যালেস দাবি করছে, তারা মালিকানা সম্পর্কিত প্রয়োজনীয় শর্ত পূরণ করতে প্রস্তুত ছিল, এবং উয়েফার সিদ্ধান্ত অবিচার্য।
উয়েফার নিয়ম অনুসারে, মালিকানা পুনর্গঠনের প্রমাণপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল ২০২৫ সালের ১ মার্চ, যা প্যালেস সময়মতো পূরণ করতে ব্যর্থ হয় বলে উয়েফা জানিয়েছে।
এই আপিলের রায় ১১ আগস্টের মধ্যে আসতে পারে, কারণ ইউরোপা লিগের গ্রুপ পর্ব শুরু হবে ২৪ সেপ্টেম্বর।