বাংলাদেশ ও চীনের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক আরও গভীর করতে বৈঠক করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সোমবার (২১ জুলাই) এই বৈঠকটি অনুষ্ঠিত হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে।
পরে মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চীনের সাম্প্রতিক উচ্চপর্যায়ের সফরের ফলাফল নিয়ে আলোচনা করেন রাষ্ট্রদূত। তিনি উপদেষ্টাকে অবহিত করেন ভবিষ্যৎ কার্যক্রমের দিকনির্দেশনা সম্পর্কেও।
আলোচনায় দুই দেশের মধ্যে বাণিজ্য, অবকাঠামো, স্বাস্থ্যসেবা, কৃষি, মৎস্য, সবুজ জ্বালানি, দুর্যোগ ব্যবস্থাপনা ও পর্যটন—এই ৮টি খাতে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, মালয়েশিয়ায় চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার সাম্প্রতিক বৈঠক দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও গতিশীল করেছে। বিশেষভাবে আলোচনায় উঠে আসে ইয়ারলুং জাংবো নদীর ওপর চীনের জলবিদ্যুৎ প্রকল্পের বিষয়টি। রাষ্ট্রদূত আশ্বস্ত করেন, এটি কেবলমাত্র বিদ্যুৎ উৎপাদনের জন্য নির্মিত হচ্ছে এবং এতে নদীর পানির প্রবাহে কোনো বাধা সৃষ্টি হবে না বা ভাটির দেশগুলোর ওপর কোনো নেতিবাচক প্রভাব পড়বে না।
উভয়পক্ষই বাংলাদেশ–চীন কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে সাংস্কৃতিক বিনিময় এবং জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও বাড়ানোর বিষয়ে একমত হন।