জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া হঠাৎ করেই জ্বরে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ গ্রহণ করছেন এবং বিশ্রামে রয়েছেন। সোমবার (২১ জুলাই) রাতে নিজের ফেসবুক স্টোরিতে শরীরের তাপমাত্রার একটি ছবি শেয়ার করেন ফারিয়া। সেখানে দেখা যায়, তার তাপমাত্রা ১০২ ডিগ্রি ফারেনহাইট।
ছবির সঙ্গে তিনি সংক্ষিপ্ত ক্যাপশন দেন—‘আবারও’। এতে ইঙ্গিত পাওয়া যায়, এটি নতুন কোনো সমস্যা নয়; অতীতেও এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন তিনি। এর আগেও চলতি বছরের মে মাসে গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে ছিলেন ফারিয়া। সে সময় বেশ কিছুদিন অভিনয় থেকে দূরে ছিলেন তিনি।
অভিনয়ে তাকে সর্বশেষ দেখা গেছে ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘জ্বীন–৩’–তে, যেখানে তিনি অভিনয় করেছেন সজলের বিপরীতে। সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্মেও মুক্তি পেয়েছে।
বর্তমানে অভিনয়ে ফেরার অপেক্ষায় থাকা নুসরাত ফারিয়ার হাতে রয়েছে বেশ কয়েকটি নতুন সিনেমার কাজ। এর মধ্যে রয়েছে দীপংকর দীপনের ‘ঢাকা ২০৪০’, রাজা চন্দনের ‘ভাই’, পারভেজ আমিনের ‘পর্দার আরালে’ এবং অনম বিশ্বাসের ‘ফুটবল ৭১’। সিনেমাগুলো এখনো নির্মাণাধীন।
ভক্ত-অনুরাগীরা ফারিয়ার দ্রুত আরোগ্য কামনা করছেন। অভিনেত্রীও ধৈর্য রেখে চিকিৎসা নিচ্ছেন এবং সুস্থ হওয়ার জন্য বিশ্রামে রয়েছেন বলে জানা গেছে।