Ridge Bangla

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধ-খাবারে অনিয়ম, দুদকের অভিযান

পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খাবার ও ওষুধ সরবরাহে অনিয়ম এবং অব্যবস্থাপনার অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২৩ জুলাই) দুপুরে দুদকের সমন্বিত পাবনা জেলা কার্যালয়ের একটি দল এই অভিযান পরিচালনা করে।

দলের নেতৃত্বে ছিলেন সহকারী পরিচালক সাধন সূত্রধর। বহির্বিভাগ থেকে অভিযান শুরু করে রোগীদের সঙ্গে কথা বলেন দুদকের কর্মকর্তারা। অনুসন্ধানে দেখা যায়, ভর্তি রোগীদের নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে এবং নির্ধারিত ডায়েট চার্ট অনুযায়ী খাবার সরবরাহ করা হচ্ছে না।

অভিযোগ রয়েছে, হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের সরকারি বরাদ্দের ওষুধ না দিয়ে বাইরের দোকান থেকে ওষুধ কিনতে বাধ্য করা হচ্ছে। অনেক রোগী জানান, নার্স বা কর্মীরা ওষুধ দিতে অস্বীকৃতি জানিয়ে বলেন, “ওষুধ বাইরে থেকে আনতে হবে।”

দুদক আরও জানায়, হাসপাতালের এক্সরে বিভাগ দীর্ঘদিন ধরে অচল অবস্থায় রয়েছে এবং বিভিন্ন পুরনো ও গুরুত্বপূর্ণ মেশিনারির কোনো নির্ভরযোগ্য তালিকা নেই। অনুসন্ধানে এই সব অনিয়ম ও অব্যবস্থাপনা ধরা পড়ে।

দুদকের সহকারী পরিচালক সাধন চন্দ্র মজুমদার বলেন, “আমাদের প্রাথমিক অনুসন্ধানে যত অনিয়ম পেয়েছি, তাতে স্পষ্ট যে এই হাসপাতালে অভ্যন্তরীণ ও বাহ্যিক উভয় স্তরেই দুর্বলতা ও গাফিলতি রয়েছে।”

দুদক জানিয়েছে, এসব অনিয়মের বিরুদ্ধে তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয় বাসিন্দারা স্বাস্থ্যসেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে দ্রুত কার্যকর ব্যবস্থা দাবি করেছেন।

আরো পড়ুন