পাকিস্তান-ইরান সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে ইরানে প্রবেশের চেষ্টাকালে ৩৩ বাংলাদেশিকে আটক করেছে পাকিস্তানের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (FIA) ও আধাসামরিক বাহিনী ফ্রন্টিয়ার কর্পস (FC)। বৃহস্পতিবার (২৪ জুলাই) তাফরান সীমান্তের কাছে যৌথ অভিযান চালিয়ে বেলুচিস্তানের চাগাই জেলার মাসকিল অঞ্চল থেকে তাদের আটক করা হয়।
পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা জানান, আটক ব্যক্তিদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ শেষে এফআইএ’র কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি বলেন, “তদন্তে মানবপাচার চক্রের সক্রিয় ভূমিকার প্রমাণ মিলেছে।” ধারণা করা হচ্ছে, এসব বাংলাদেশি নাগরিক জুন ও জুলাই মাসে বৈধভাবে পাকিস্তানে প্রবেশ করেন। তবে কোনো বৈধ অনুমোদন বা ভিসা ছাড়াই ইরানে প্রবেশের চেষ্টা করেন তারা।
পাক সংবাদমাধ্যম সামা টিভি জানিয়েছে, গ্রেপ্তার বাংলাদেশিরা দলবদ্ধভাবে ইরানে ঢোকার চেষ্টা করছিলেন, কিন্তু কাগজপত্র চাওয়া হলে তারা তা দেখাতে পারেননি।
বিশ্লেষকরা বলছেন, এই ঘটনা আবারও প্রমাণ করে—দারিদ্র্যপীড়িত মানুষ কীভাবে উন্নত জীবনের আশায় ভয়ঙ্কর মানবপাচার চক্রের ফাঁদে পড়ে ঝুঁকিপূর্ণ যাত্রায় পা বাড়াচ্ছেন। পাকিস্তানের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, বিষয়টি নিয়ে বিস্তারিত তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।