রাজধানীর যাত্রাবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহত ছাত্রনেতা আব্দুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতের শুনানি শেষে ঢাকা মহানগর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহ এ নির্দেশ দেন।
এর আগে সন্ধ্যা পৌনে ৮টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা তাকে আদালতে হাজির করে। তিনি সেসময় আদালতের হাজতখানায় অবস্থান করছিলেন।
মামলার এজাহারে বলা হয়, ১৮ জুলাই সন্ধ্যায় যাত্রাবাড়ী এলাকায় কোটা সংস্কার ঘিরে চলমান ছাত্র বিক্ষোভে ছাত্রনেতা আহাদের ওপর গুলি, সাউন্ড বোম, ধারালো অস্ত্রসহ বিভিন্ন প্রাণঘাতী উপায়ে হামলা চালানো হয়। মুখে ও বুকে গুলিবিদ্ধ হয়ে কাজলা পুলিশ বক্সের সামনে পড়ে গেলে যাত্রাবাড়ী থানার তৎকালীন ওসি আবুল হোসেন আরও দুটি গুলি তার পায়ে করেন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা মো. আলা উদ্দিন ৬ জুলাই যাত্রাবাড়ী থানায় এ বিষয়ে মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৬৭ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতনামা আরও এক থেকে দুই হাজার জনকে আসামি করা হয়। সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক ওই মামলার ৪৪ নম্বর আসামি।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় ধানমন্ডির নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় দেশের আইন ও বিচারব্যবস্থার উচ্চপর্যায়ের ব্যক্তিদের জড়িত থাকা নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।