Ridge Bangla

শেখ রেহানার স্বামী ও ছেলের ৩৫৪ শতক জমি জব্দ

শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ রেহানার স্বামী ড. সফিক আহমেদ সিদ্দিক এবং তাঁদের ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির নামে থাকা ৩৫৪ শতাংশ জমি জব্দের নির্দেশ দিয়েছে আদালত। জব্দ করা জমির আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৯৫ লাখ টাকা।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন। দুদক জানায়, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তদন্ত চলছে এবং সংশ্লিষ্টরা ওই সম্পদ অন্যত্র সরিয়ে ফেলতে পারেন—এই শঙ্কায় আদালতের কাছে জব্দের আবেদন জানানো হয়।

একই দিনে আলোচিত আরেকটি মামলায় ইউসিবি ব্যাংকের ৭০৫ কোটি টাকার খেলাপি ঋণের ঘটনায় এনআরবিসি ব্যাংকের সাবেক নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আদনান ইমামের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা ও শেয়ার হস্তান্তর স্থগিতের আদেশ দিয়েছেন আদালত।

আদনানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি শেয়ারবাজার কারসাজি, নামে-বেনামে ঋণ গ্রহণ, অর্থ আত্মসাৎ এবং বিদেশে পাচারের সঙ্গে যুক্ত। ১৩টি ব্যাংক থেকে প্রায় আড়াই হাজার কোটি টাকা ঋণ নিয়ে খেলাপি হয়েছেন তিনি। শুধু ইউসিবি ব্যাংক থেকেই নিয়েছেন ৯৬৩ কোটি টাকা, যার বেশিরভাগই এখন মামলাধীন।

জানা গেছে, বিভিন্ন বেনামি কোম্পানির মাধ্যমে এই ঋণ নেওয়া হয়েছে। এমনকি একটি কোম্পানির কর্মচারীদের নামে পাঁচটি প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি ১ হাজার ৩৩ কোটি টাকা আত্মসাৎ করেন। বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ইতোমধ্যে তার, স্ত্রী ও বাবা-মায়ের ব্যাংক হিসাব স্থগিত করেছে। দুদকও তাঁর বিরুদ্ধে মানি লন্ডারিং সংক্রান্ত তদন্ত করছে। বর্তমানে আদনান যুক্তরাজ্যে অবস্থান করছেন বলে জানা গেছে।

আরো পড়ুন