Ridge Bangla

ওমান সাগরে মুখোমুখি ইরান-যুক্তরাষ্ট্র, সরতে বাধ্য মার্কিন যুদ্ধজাহাজ

ওমান সাগরে ইরানের জলসীমার কাছাকাছি মুখোমুখি অবস্থানে পড়ে মার্কিন যুদ্ধজাহাজ ‘ডিডিজি ফিটজেরাল্ড’—তবে ইরানি নৌবাহিনীর হস্তক্ষেপে সরে যেতে বাধ্য হয় জাহাজটি। বুধবার (২৩ জুলাই) ঘটে যাওয়া এই ঘটনায় দুই দেশের মধ্যে সাময়িক উত্তেজনা দেখা দিলেও তা বড় ধরনের সংঘর্ষে গড়ায়নি।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, মার্কিন যুদ্ধজাহাজটি তেহরানের নজরদারির আওতাধীন জলসীমায় প্রবেশের চেষ্টা করলে ইরানি হেলিকপ্টার দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সতর্কবার্তা দেয়। একাধিকবার সতর্ক করা সত্ত্বেও মার্কিন জাহাজটি এলাকা ত্যাগ করেনি বলে অভিযোগ করে ইরান। পরে ইরানি বাহিনীর হস্তক্ষেপে সেটি দক্ষিণ দিকে সরে যায়। তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড (CENTCOM) বা নৌবাহিনী এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

এ ঘটনার পেছনে পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান উত্তেজনাকেও দায়ী করা হচ্ছে। সম্প্রতি ইরান অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র তাদের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র দাবি করছে, ইরানের পারমাণবিক কর্মসূচি গোপনে অস্ত্র তৈরির উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে।

ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি পরমাণু কার্যক্রম পুনরায় সচল করার ঘোষণা দিয়েছেন। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানে হামলার হুমকি দিয়েছেন, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

বিশ্লেষকরা বলছেন, এই ধরণের সামরিক উত্তেজনা মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা বিঘ্নিত করতে পারে এবং বিশ্বব্যাপী নিরাপত্তা পরিস্থিতিতে বিরূপ প্রভাব ফেলতে পারে।

আরো পড়ুন