রাজধানীর বাংলাদেশ সচিবালয়ে হামলা, গাড়ি ভাঙচুর এবং আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগে অজ্ঞাতনামা ১২০০ জন শিক্ষার্থী ও দুষ্কৃতিকারীর বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার (২৩ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামানের আদালত মামলার এজাহার গ্রহণ করেন এবং তদন্ত প্রতিবেদন জমার জন্য আগামী ২৮ আগস্ট দিন ধার্য করেন।
মঙ্গলবার রাতে বাংলাদেশ সচিবালয়ের নিরাপত্তা বিভাগের উপপরিদর্শক (এসআই) গোলাম মুক্তি মাহমুদ রমনা মডেল থানায় মামলাটি দায়ের করেন।
মামলার এজাহারে বলা হয়, ২২ জুলাই উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীদের প্রাণহানির ঘটনার প্রতিবাদে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি পালন করে। এতে প্রায় ১২০০ জন অজ্ঞাতনামা শিক্ষার্থী ও কিছু স্বার্থান্বেষী দুষ্কৃতিকারী অংশ নেন।
শিক্ষার্থীরা শুরুতে শিক্ষাভবন ও শিক্ষাবোর্ডের দিকে এগোলেও পরে তারা সচিবালয়ের সামনের সড়কে অবস্থান নেন। নিরাপত্তার স্বার্থে সচিবালয়ের সব গেট বন্ধ করে দেওয়া হয় এবং আন্দোলনকারীদের বারবার অনুরোধ করা হয় সচিবালয়ে প্রবেশ না করতে।
তবে অভিযোগে বলা হয়, আন্দোলনকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে মেইন গেটে হামলা চালিয়ে সচিবালয়ে প্রবেশ করেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর লাঠি, ইটপাটকেল ছুড়ে হত্যার উদ্দেশ্যে হামলা চালান। এতে বেশ কয়েকজন পুলিশ, সেনা ও আনসার সদস্য আহত হন। এছাড়াও, আন্দোলনকারীরা সচিবালয়ের গাড়ি ভাঙচুর করে এবং বিভিন্নভাবে হুমকি দেন।
পুলিশ জানিয়েছে, ঘটনার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।