নীলফামারীর সৈয়দপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। বুধবার (২৩ জুলাই) দুপুর সাড়ে ৩টার দিকে সৈয়দপুর-দিনাজপুর বাইপাস সড়কের বসুনিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রংপুর থেকে ছেড়ে আসা সোনার তরী পরিবহনের একটি যাত্রীবাহী বাস দিনাজপুর যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি মালবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকের চালক, হেলপারসহ অন্তত ১৪ জন আহত হন।
দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধারকাজে অংশ নেয়। আহতদের প্রাথমিক চিকিৎসার পর সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়।
সৈয়দপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র কর্মকর্তা হামিদুর রহমান বলেন, “খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করি এবং অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয়।”
সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. নাজমুল হুদা জানিয়েছেন, “আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”
এদিকে পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে এবং দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক হেফাজতে নেওয়া হয়েছে।