দক্ষিণ ভারত ও বলিউড—দুই দিকেই সফল অভিনেত্রী তামান্না ভাটিয়া এবার রুপালি পর্দার গণ্ডি পেরিয়ে জীবনের এক নতুন অধ্যায়ের পথে হাঁটছেন। সম্প্রতি ইনস্টাগ্রামে দেওয়া একটি পোস্টে তিনি লিখেছেন, এখন তিনি রয়েছেন “নিজেকে খুঁজে পাওয়ার” এক বিশেষ ধাপে। সেখানে জড়িয়ে আছে দ্বিধা, চিন্তা আর সৃজনশীলতার নানা স্তর, যা তার নতুন যাত্রার ইঙ্গিত দিচ্ছে।
পোস্টের সঙ্গে কিছু কাঁচাপাকা মুহূর্তের ছবি যুক্ত করে তামান্না বোঝাতে চেয়েছেন, তিনি কোনো নতুন প্রকল্পে কাজ করছেন। যদিও তিনি প্রকল্পটি নিয়ে বিস্তারিত কিছু বলেননি, তবুও অনুরাগীদের মাঝে শুরু হয়ে গেছে নানা জল্পনা-কল্পনা। কেউ বলছেন, তিনি হয়তো নিজের ফ্যাশন ব্র্যান্ড চালু করতে যাচ্ছেন। আবার কেউ ধারণা করছেন, তামান্না কোনো প্রযোজনা সংস্থা কিংবা জীবনধর্মী (লাইফস্টাইল) উদ্যোগ শুরু করছেন।
যাই হোক, নিজের চিন্তা-দ্বিধা ও সৃজনশীল প্রক্রিয়া সম্পর্কে এত খোলামেলা ভাবে কথা বলায় ভক্তরা তামান্নার প্রশংসা করছেন। অনেকেই মনে করছেন, এই সাহসিকতাই তাকে একজন শিল্পী হিসেবে আরও অনন্য করে তুলছে।
এদিকে বড় পর্দায়ও তামান্নার ব্যস্ততা কম নয়। তার হাতে রয়েছে ‘ভান’, ‘রেঞ্জার’, ‘নো এন্ট্রি ২’-এর মতো একাধিক বিগ বাজেট সিনেমা। সেই সঙ্গে জন আব্রাহামের সঙ্গে আরেকটি নতুন সিনেমার কাজও শুরু করছেন তিনি।
সব মিলিয়ে রহস্যঘেরা এই নতুন পদক্ষেপ যেন তামান্নার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করারই বার্তা দিচ্ছে। তবে শেষ পর্যন্ত ঠিক কী নিয়ে হাজির হবেন তিনি—তা জানতে অনুরাগীদের অপেক্ষা করতেই হবে।