তুরস্কের মধ্যাঞ্চলের এসকিসেহির প্রদেশে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণের চেষ্টা করতে গিয়ে প্রাণ হারিয়েছেন অন্তত ১০ জন বন ও উদ্ধারকর্মী। মঙ্গলবার (২৩ জুলাই) সকালে সেইতগাজি জেলায় আগুনের সূত্রপাত হয়, যা পরে আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে।
তুরস্কের কৃষি ও বনমন্ত্রী ইব্রাহিম ইউমাকলি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে জানান, হঠাৎ বাতাসের দিক পরিবর্তনের কারণে প্রায় ২৪ জন বনকর্মী ও স্বেচ্ছাসেবী আগুনের মাঝে আটকা পড়ে যান। তাদের মধ্যে পাঁচজন বনকর্মী ও পাঁচজন স্বেচ্ছাসেবী উদ্ধারকর্মী মারা গেছেন। আহত ১৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। এক্সে দেওয়া বার্তায় তিনি লিখেছেন, “আমাদের বন রক্ষায় জীবন উৎসর্গকারী ভাই-বোনদের জন্য আমি আল্লাহর রহমত কামনা করছি এবং তাঁদের পরিবার ও জাতির প্রতি সমবেদনা জানাচ্ছি।”
চলতি গ্রীষ্মে তুরস্কে দাবানল যেন নতুন আতঙ্কে পরিণত হয়েছে। দেশটির সাকারিয়া, বিলেজিক, এসকিসেহির, ইজমির, কারাবুক এবং মানিসায় ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছাড়িয়ে যাওয়ার ফলে একের পর এক দাবানল দেখা দিয়েছে। শত শত বাড়িঘর ও মানুষ এসব অগ্নিকাণ্ডের প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং অনেককে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।
এ ধরণের পরিবেশগত দুর্যোগ দেশটির বন ও জলবায়ু নীতিতে নতুন করে ভাবনার জন্ম দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।