দীর্ঘ শারীরিক জটিলতা নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর সুস্থ হয়ে বাসায় ফিরেছেন লালন সম্রাজ্ঞী ফরিদা পারভীন। মঙ্গলবার (২২ জুলাই) রাত সাড়ে ১১টায় রাজধানীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পরিবারের সঙ্গে বাসায় ফেরেন এই গুণী শিল্পী।
ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, গত ৫ জুলাই তীব্র শ্বাসকষ্ট নিয়ে ফরিদা পারভীনকে হাসপাতালে ভর্তি করা হয়। আইসিইউতে রেখে তার চিকিৎসা চলছিল। দীর্ঘদিন ধরে কিডনির জটিলতায় ভুগছেন তিনি। সপ্তাহে তিনবার ডায়ালাইসিস নিতে হয়। সেই সঙ্গে নিউমোনিয়া, রক্তে সংক্রমণ, ডায়াবেটিসসহ নানা শারীরিক জটিলতা দেখা দিয়েছিল।
কিডনি রোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা. রানা মোকাররম হোসেন, ক্রিটিকাল কেয়ার বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ আব্দুল হান্নানসহ একাধিক বিশেষজ্ঞের তত্ত্বাবধানে তার চিকিৎসা হয়। এর আগে ইউনিভার্সাল মেডিকেল কলেজের সমন্বয়ে এবং দেশের বিভিন্ন হাসপাতালের বিশেষজ্ঞদের নিয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল। সেই বোর্ডের পরামর্শমাফিক চিকিৎসায় তিনি অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন।
চিকিৎসকরা জানিয়েছেন, পুরোপুরি সুস্থ হতে কিছুদিন বিশ্রাম ও নিয়মিত পর্যবেক্ষণ প্রয়োজন হবে। উল্লেখ্য, গুরুতর অসুস্থ থাকার সময় সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ তা অস্বীকার করে জানায়, তিনি চিকিৎসাধীন এবং স্থিতিশীল।
দেশের সংগীতাঙ্গনে কিংবদন্তি ফরিদা পারভীনের সুস্থ হয়ে ঘরে ফেরা খুশির খবর হিসেবে গ্রহণ করেছে তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা।