Ridge Bangla

বিতর্কিত টিকটকারের ব্যক্তিগত ভিডিও ফাঁস, সমালোচনার ঝড়

পাকিস্তানে টিকটক ব্যবহারকারীদের একাংশ দীর্ঘদিন ধরেই নানা বিতর্কের জন্ম দিয়ে আসছেন। তাদের অনেকের কর্মকাণ্ড নিয়ে যেমন প্রশংসা হয়, তেমনি ব্যক্তিগত জীবন নিয়েও বারবার সমালোচনার মুখে পড়তে হয়। সম্প্রতি ফের আলোচনায় এসেছেন পাকিস্তানের পরিচিত টিকটকার ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সুম্বল মালিক।

সম্প্রতি তার একটি আপত্তিকর ব্যক্তিগত ভিডিও অনলাইনে ফাঁস হয়ে যায়। ভিডিওটি এক্স টুইটারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দেয়। ভিডিওটি প্রকাশের পর থেকে তাকে নিয়ে নেটিজেনদের কটাক্ষের শেষ নেই।

টিকটক লাইভ এবং নানা কর্মকাণ্ডের জন্য আগে থেকেই বিতর্কিত ছিলেন সুম্বল মালিক। তার ব্যক্তিগত ভিডিও ফাঁস হওয়ার ঘটনায় সেই বিতর্ক আরও গভীর হয়েছে। তবে এই ভিডিও ফাঁসের বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করতে দেখা যায়নি সুম্বল মালিককে।

পাকিস্তানের বিনোদন অঙ্গনে টিকটক তারকাদের ব্যক্তিগত ভিডিও ফাঁস হওয়া নতুন কোনো ঘটনা নয়। এর আগে মিনাহিল মালিক, ইমশা রেহমান, মরিয়ম ফয়সাল ও সামিয়া হিজাবের মতো তারকাদেরও এ ধরনের পরিস্থিতির শিকার হতে হয়েছে।

এসব ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা যেমন হয়েছে, তেমনি আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানা গেছে। তবুও এ ধরনের ঘটনা যেন থামছেই না। প্রতিবারই নৈতিকতার প্রশ্নে বিতর্কের মুখে পড়ছেন সংশ্লিষ্ট টিকটকাররা।

সুম্বল মালিকের বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা তা এখনো স্পষ্ট নয়। তবে অনলাইনে ইতিমধ্যেই তাকে নিয়ে সমালোচনা অব্যাহত রয়েছে।

আরো পড়ুন