Ridge Bangla

পরাজিত শক্তি নানা ষড়যন্ত্রের ইঙ্গিত দিচ্ছে: প্রধান উপদেষ্টা

জুলাই অভ্যুত্থানের এক বছর পূর্তিতে দেশে নতুন করে ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, “আমরা চেয়েছিলাম রাজনৈতিক দলগুলোর ঐক্য ফুটিয়ে তুলতে। কিন্তু এক বছর পার না হতেই পরাজিত ফ্যাসিবাদী শক্তিগুলো ফের সক্রিয় হচ্ছে।”

বুধবার (২৩ জুলাই) বিকেলে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ১৩টি রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ ও প্রতিদ্বন্দ্বিতা থাকলেও ফ্যাসিবাদবিরোধী ঐক্যকে আরও দৃশ্যমান করা জরুরি। তা না হলে ষড়যন্ত্রকারীরা এটিকে দুর্বলতা হিসেবে নেবে।”

বৈঠকে উপস্থিত নেতারা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। পাশাপাশি সংস্কার, বিচার ও নির্বাচন প্রক্রিয়ায় প্রধান উপদেষ্টার প্রচেষ্টার প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে নিয়মিত সর্বদলীয় সভার আয়োজনের অনুরোধ জানান।

বৈঠকে অংশ নেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের সৈয়দ হাসিবউদ্দিন হোসেন, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, এবি পার্টির মজিবুর রহমান, নাগরিক ঐক্যের শহীদুল্লাহ কায়সার, গণঅধিকার পরিষদের নুরুল হক, এলডিপির রেদোয়ান আহমেদ, খেলাফত মজলিসের আহমদ আবদুল কাদের, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, জেএসডির তানিয়া রব, ১২ দলীয় জোটের শাহাদাত হোসেন সেলিম, বাসদের বজলুর রশীদ ফিরোজ, সিপিবির রুহিন হোসেন প্রিন্স এবং গণফোরামের মিজানুর রহমান।

এর আগে মঙ্গলবার রাতে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি ও ইসলামী আন্দোলনের নেতাদের সঙ্গেও বৈঠক করেন প্রধান উপদেষ্টা।

আরো পড়ুন