Ridge Bangla

বগুড়ায় পুলিশের হাত থেকে আওয়ামী লীগ নেতা ছিনতাই

বগুড়ার শেরপুর উপজেলায় পুলিশের ওপর হামলা চালিয়ে গ্রেপ্তার এক আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (২১ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া দহপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে পুলিশের চার সদস্য আহত হয়েছেন।

আহতরা হলেন, এসআই সরাফত, কনস্টেবল নুরনবী, কনস্টেবল সিরাজুল ইসলাম ও আইনুল ইসলাম। তারা বর্তমানে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, শেরপুর থানার একটি দল শেরুয়া দহপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানে সরকারবিরোধী কর্মকাণ্ড, ভাঙচুর ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা এক মামলার এজাহারভুক্ত আসামি সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তিনি শাহবন্দেগী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি পদে ছিলেন।

গ্রেপ্তারের পর পুলিশ সদস্যরা সিরাজুলকে থানায় নিয়ে যাওয়ার সময় হঠাৎ করে তার পরিবারের সদস্যরা বাধা দেয়। সিরাজুলের ছেলে নজরুল ইসলাম লিটন ও তার ভাতিজা সহ পরিবারের আরও প্রায় ২০-২৫ জন নারী-পুরুষ একযোগে পুলিশের ওপর হামলা চালায় এবং তাকে ছিনিয়ে নেয়। হামলার ফলে পুলিশ সদস্যরা আহত হন এবং ঘটনাস্থলে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে এবং অভিযুক্তদের মধ্যে সিরাজুলের ছেলে নজরুল ইসলাম লিটনকে ঘটনাস্থল থেকেই আটক করে।

ঘটনার বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার সজীব শাহরীন গণমাধ্যমকে জানান, “নাশকতা মামলায় গ্রেপ্তার হওয়া আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় আমরা জড়িতদের শনাক্ত করছি। এ বিষয়ে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আরো পড়ুন