উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজিআই মডেলের একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারিয়েছেন পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলাম। মর্মস্পর্শী এ দুর্ঘটনায় শোক প্রকাশের পাশাপাশি পাইলটের প্রতি সম্মান জানিয়ে একটি আবেগঘন বার্তা দিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি।
ফেসবুকে দেওয়া দীর্ঘ পোস্টে হিমি লেখেন, ‘‘মর্মান্তিক হলেও, দয়া করে পাইলটকে দোষ দেবেন না। তিনি জানতেন নিচে একটি স্কুল, শিশুরা আছে। শেষ মুহূর্ত পর্যন্ত তিনি লড়েছেন, বিমানটি সরিয়ে নিতে প্রাণপণ চেষ্টা করেছেন। নিজের সর্বোচ্চটা দিয়ে গেছেন। সেই বিমান সঙ্গেই তিনি ঝরে গেছেন।’’
পাইলটের পাশাপাশি বিমানবাহিনীকে সম্মান জানাতে আহ্বান করে তিনি লেখেন, ‘‘বাংলাদেশ বিমানবাহিনীকে অসম্মান করবেন না। তারা প্রতিদিন আমাদের রক্ষায় জীবন বাজি রাখেন। তবে আমাদেরও কঠিন প্রশ্ন তোলার অধিকার আছে। স্বচ্ছতা চাইতে হবে।’’
দায়ীদের জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়ে হিমি লিখেছেন, ‘‘দোষ দিন না ককপিটের মানুষটিকে। দোষ দিন যারা জনবহুল শহরের আকাশে প্রশিক্ষণের অনুমোদন দিয়েছেন। আর যারা এখনো আমাদের পুরোনো যুদ্ধবিমান দিয়ে উড়তে বাধ্য করছেন।’’
তিনি প্রশ্ন তোলেন, ‘‘কেন এখনো আমরা ১৯৬০ সালের নকশার, ২০১৩ সালে উৎপাদন বন্ধ হওয়া এফ-৭ যুদ্ধবিমান উড়াই? এগুলো পাইলট আর সাধারণ মানুষের জীবনকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে।’’
শেষে হিমি লেখেন, ‘‘তিনি শহীদ হয়েছেন বীরের মতো। স্যালুট তোমাকে, ভাই।’’ হিমির এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে।