২০২৫ সালের হজ্ব ফ্লাইট আগামী ২৯ এপ্রিল থেকে শুরু হবে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন মঙ্গলবার (৮ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।
তিনি বলেন, “অল্প কিছু দিনের মধ্যে ভিসা প্রক্রিয়াকরণ সম্পন্ন হবে এবং হজ্ব যাত্রীরা ২৯ এপ্রিল থেকে সৌদি আরবের উদ্দেশ্যে ফ্লাইট শিডিউল অনুযায়ী যাত্রা শুরু করতে পারবেন।” তিনি আরও জানান, হজ্ব যাত্রীরা বাড়ি ভাড়ার অনলাইন প্লাটফর্মে রিকোয়েস্ট সাবমিট করেছেন, তবে কিছু ক্ষেত্রে রিকোয়েস্ট অনুমোদন না হওয়ায় ১০,৪৮৭ জন যাত্রী নিয়ে শঙ্কায় রয়েছেন।
তিনি সতর্ক করে বলেন, “কোনো এজেন্সির অবহেলা বা গাফলতির কারণে যদি কোনো যাত্রী হজ্বে না যেতে পারেন, তবে সে দায় ওই এজেন্সিরই হবে।”
এ বছর বাংলাদেশ থেকে মোট ৮৭,১০০ জন হজ্ব যাত্রী সৌদি আরবে যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫,২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮১,৯০০ জন হজ্বে যাবেন।