আগামী ২৪ জুলাই (বৃহস্পতিবার) অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার এ ঘোষণা দেন।
তিনি জানান, ২২ জুলাই ও ২৪ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে এবং নতুন তারিখ পরে জানানো হবে। ড. আবরার বলেন, “মর্মান্তিক দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, তাদের প্রতি সম্মান জানাতেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।”
এর আগে সোমবার (২১ জুলাই) রাতে শিক্ষা উপদেষ্টার বক্তব্য উদ্ধৃত করে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম জানান, ২২ জুলাইয়ের এইচএসসি পরীক্ষাও স্থগিত করা হয়েছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পরিস্থিতি ও জাতীয় শোকের আবহ বিবেচনায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, সোমবার দুপুরে বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ বিজিআই মডেলের প্রশিক্ষণ যুদ্ধবিমান উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিধ্বস্ত হয়। বিমানটি উড্ডয়নের কয়েক মিনিট পর নিয়ন্ত্রণ হারিয়ে ভবনের ওপর আছড়ে পড়ে। দুর্ঘটনায় পাইলটসহ অন্তত ৩১ জন নিহত এবং ১৭০ জনের বেশি আহত হয়েছেন। আহতদের অনেকে গুরুতর দগ্ধ অবস্থায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।
সরকার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে এবং দেশের ধর্মীয় উপাসনালয়গুলোতে নিহতদের স্মরণে প্রার্থনার আয়োজন করা হয়েছে। দুর্ঘটনার পর উদ্ধার কার্যক্রম শেষ হলেও এখনো ধ্বংসস্তূপে তল্লাশি চলমান।