Ridge Bangla

রাজধানীতে ফ্ল্যাটে ডাকাতি, আহত ৪ জন

ডাকাতি

রোববার (৬ এপ্রিল) রাত ৩টার দিকে রাজধানীর মুগদা এলাকায় গ্রীন মডেল টাউনের একটি আবাসিক ভবনে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভবনটির দুই ফ্ল্যাট মালিকসহ চারজন আহত হয়েছেন, যার মধ্যে একজনের অবস্থা গুরুতর।

পুলিশ জানিয়েছে, ডাকাতরা ওই ফ্ল্যাটগুলো থেকে টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। ধারালো অস্ত্রের আঘাতে ওই ভবনের মালিকসহ ৪ জন গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন ভবন মালিক হুমায়ূন, তার স্ত্রী শাহীনূর আক্তার, এবং আরেক ফ্ল্যাটের আব্দুল মান্নান ও তার ছেলে হাসান। তারা মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মুগদা থানার ওসি সাজেদুর রহমান জানান, “সোসাইটির ডি ব্লকের ৩ নম্বর রোডের ১৭ নম্বর বাড়িতে রোববার রাত ৩টার দিকে ডাকাতির এই ঘটনা ঘটেছে। ডাকাতরা চারটি ফ্ল্যাট থেকে নগদ ৮০ হাজার টাকা ও ৫ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। রাত ৩টার পর ডাকাতরা সেখানে গিয়ে ভবনের নিরাপত্তা কর্মীকে অস্ত্রের মুখে ভয়ভীতি দেখিয়ে জিম্মি করে। এরপর দ্বিতীয়, তৃতীয় ও পঞ্চম তলার ফ্ল্যাটগুলোর দরজা ভেঙে ডাকাতি করে।”

এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

আরো পড়ুন