রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে বহু হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২১ জুলাই) রাতে দেওয়া এক বিবৃতিতে তিনি এ দুর্ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান।
তারেক রহমান বলেন, “আজকের বিমান দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত হোক—এটাই জাতির প্রত্যাশা। রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীসহ বহু মানুষ হতাহত হয়েছেন, যা অত্যন্ত হৃদয়বিদারক। এ ঘটনায় আমি গভীরভাবে শোকাহত ও বেদনার্ত।”
তিনি আরও বলেন, “মর্মস্পর্শী এই দুর্ঘটনায় শোক জানানোর ভাষা হারিয়ে ফেলেছি। নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন শোকার্ত পরিবারগুলোকে এই বেদনাকে সহ্য করার শক্তি দান করেন।”
বিবৃতিতে তারেক রহমান নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। একইসঙ্গে তিনি শোকাহত পরিবারের পাশে দাঁড়াতে বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, সোমবার দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ বিজিআই মডেলের প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় বহু শিক্ষার্থীসহ অন্তত ৩১ জন নিহত এবং ১৭০ জনের বেশি আহত হন। এই ঘটনায় দেশজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে।