Ridge Bangla

চকবাজারে মধ্যরাতে শিবির-ছাত্রদলের ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রামের চকবাজারে সোমবার (২১ জুলাই) রাত ১১টার পর শুরু হওয়া ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ককটেল বিস্ফোরণের ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। ঘটনার কেন্দ্রবিন্দুতে ছিল মহসিন কলেজ ছাত্রলীগ নেতা মোহাম্মদ আরিফকে আটককে ঘিরে ছাত্রদল ও শিবিরের মধ্যে সৃষ্ট উত্তেজনা।

ছাত্রদলের দাবি, ২০২২ সালে তাদের এক নেতার ওপর হামলার ঘটনায় অভিযুক্ত ছিলেন আরিফ। সুনির্দিষ্ট প্রমাণসহ সোমবার তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন তারা। এরপর আরিফের মুক্তির দাবিতে থানায় যান শিবির নেতারা, যার ফলে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয় এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

ছাত্রদলের পক্ষ থেকে অভিযোগ করে বলা হয়, শিবিরের সাধারণ সম্পাদক ইয়াসিন থানায় গিয়ে আরিফকে ছাড়াতে তদবির করছিলেন। এর প্রতিবাদ করলে শিবির কর্মীরা তাদের ওপর হামলা চালায় এবং কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। যুগ্ম আহ্বায়ক জুমন বলেন, “শিবির আসলে ছাত্রলীগের অপরাধীদের পুনর্বাসন করছে।”

অন্যদিকে, শিবিরের প্রচার সম্পাদক সিরাজী মানিক ছাত্রদলের অভিযোগ অস্বীকার করে দাবি করেন, ছাত্রদল-যুবদলই থানার সামনে পুলিশের ওপর হামলা চালিয়েছে। শিবির এ ঘটনায় জড়িত নয়।

চকবাজার থানার ওসি জাহেদুল ইসলাম জানান, মোহাম্মদ আরিফের বিরুদ্ধে কোনো মামলা নেই। দুই পক্ষের মধ্যে কিছু বাকবিতণ্ডা হয়েছে, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। পুলিশের এক পরিদর্শকও বলেন, “কোনো ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেনি, আলোচনা চলছে।”

তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাত ১টা পর্যন্ত অন্তত ৬টি ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে এবং পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন