চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার ভেতর থেকে একটি সরকারি মোটরসাইকেল চুরির ঘটনায় জড়িত এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। চুরি হওয়া মোটরসাইকেলটি দুই মাস পর উদ্ধার করা সম্ভব হয়েছে। ঘটনায় জড়িত হিসেবে চিহ্নিত হয়েছেন বাবা মুসলিম মিয়া (৪৮) এবং তাঁর পলাতক ছেলে মিনহাজ উদ্দিন।
পুলিশ জানায়, গত ১২ মে থানার ভেতর থেকে একটি পালসার ১৫০ সিসির সরকারি মোটরসাইকেল চুরি হয়। পরদিন থানায় মামলা দায়ের করা হয়। তদন্তে সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক যুবক মোটরসাইকেলটি নিয়ে চলে যান।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই সুমন বড়ুয়া জানান, তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে একপর্যায়ে মোটরসাইকেল বিক্রির চেষ্টা চলাকালে মুসলিম মিয়ার সন্ধান মেলে। পুলিশের একটি দল ক্রেতা সেজে তাঁর কাছে গেলে প্রথমে একজন মধ্যস্থতাকারী আসেন, পরে মুসলিম মিয়াকে শনাক্ত করে আটক করা হয়। অভিযানে র্যাব সদস্যরাও অংশ নেন।
প্রথমে মুসলিম মিয়া চুরির কথা অস্বীকার করলেও সিসিটিভি ফুটেজ দেখানোর পর স্বীকার করেন, মোটরসাইকেলটি তাঁর ছেলে মিনহাজ ও তার বন্ধু রিফাত চুরি করেছে। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী হিলভিউ আবাসিক এলাকা থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে মুসলিম মিয়া আরও জানান, তাঁর ছেলে পেশাদার মোটরসাইকেল চোর, যিনি নিয়মিত মোটরসাইকেল চুরি করে আনেন, আর তিনি তা বিক্রি করেন।
এসআই নুর ইসলাম জানান, মিনহাজ ও তার সহযোগীকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে। মিনহাজের বিরুদ্ধে একাধিক চুরির মামলা রয়েছে এবং তিনি চট্টগ্রামে মোটরসাইকেল চোরচক্রের সক্রিয় সদস্য হিসেবে পরিচিত।
বায়েজিদ বোস্তামী থানার ওসি মো. কামরুজ্জামান জানান, গ্রেপ্তার মুসলিম মিয়াকে আদালতে হাজির করে কারাগারে পাঠানো হয়েছে এবং তাঁকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে।