Ridge Bangla

সহজে পর্দায় ফিরছেন না ক্যানসার আক্রান্ত দীপিকা কক্কর

ভারতের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী দীপিকা কক্কর দীর্ঘদিন ধরে যকৃতের ক্যানসারের সঙ্গে লড়াই করছেন। ইতোমধ্যে এক দফা অস্ত্রোপচার হয়েছে এবং চলছে কেমোথেরাপি ও বিশেষ চিকিৎসা। পাশাপাশি স্তন ক্যানসারের পরীক্ষাও করিয়েছেন তিনি। এমন পরিস্থিতিতে অভিনয়ে ফেরার জোর আলোচনা উঠলেও তা আপাতত স্থগিত রেখেছেন দীপিকা।

ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া তথ্যে দীপিকার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, “এখনই তিনি কাজে ফিরছেন না। পুরোপুরি সুস্থতা অর্জনেই তার মনোযোগ। একইসঙ্গে তিনি পরিবার ও ছেলের সঙ্গে সময় কাটাচ্ছেন।”

অভিনেত্রী নিজেও এ বিষয়ে স্পষ্ট করে বলেন, “আমি তো ভেবেছিলাম রুহানের (ছেলে) স্তন্যপান বন্ধ হলেই শুটিং শুরু করব। চিকিৎসকের কাছেও অনুমতি চেয়েছিলাম। কিন্তু পরিস্থিতি বদলে গেছে। এখন শুধু সুস্থ হওয়াই সবচেয়ে জরুরি। চিকিৎসক অনুমতি দিলে নিশ্চয়ই ফিরব।”

জানুয়ারি মাস থেকেই দীপিকার শারীরিক জটিলতা শুরু হয়। পরবর্তী সময়ে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর মে মাসে জানা যায়, তার যকৃতের ক্যানসার ধরা পড়েছে, তাও তৃতীয় পর্যায়ে। এরপর শুরু হয় চিকিৎসা। তিনি ম্যামোগ্রাফিও করান, যেখানে বাঁ স্তনে কিছু অস্বাভাবিকতা ধরা পড়লেও তা গুরুতর নয় বলে আশ্বস্ত করেছেন চিকিৎসকরা।

অভিনয়ে ফিরে দর্শকদের মন জয় করার আগ্রহ থাকলেও দীপিকা এখন সম্পূর্ণ বিশ্রামে আছেন। তার ভাষায়, সুস্থ হয়ে, পূর্ণ উদ্যমে কাজে ফিরতে চান তিনি। আপাতত পরিবার ও নবজাতক সন্তানের সঙ্গেই সময় কাটাচ্ছেন ছোট পর্দার এই প্রিয় মুখ।21

এই পোস্টটি পাঠ হয়েছে: ১২

আরো পড়ুন