Ridge Bangla

নির্বাচন নিয়ে অনিশ্চয়তা নেই, লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে: প্রেস সচিব শফিকুল আলম

নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই এবং নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শনিবার (১৯ জুলাই) কুমিল্লায় এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “প্রধান উপদেষ্টা যে সময়ের কথা বলেছেন, সেই সময়েই নির্বাচন হবে। এতে কোনো অনিশ্চয়তা নেই।”

তিনি আরও বলেন, “নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড বজায় থাকবে। কোনো প্রার্থীই বলতে পারবে না, তার সঙ্গে বৈষম্য করা হয়েছে। অতীতের যেকোনো সময়ের তুলনায় এটি আরও ভালো নির্বাচন হবে।”

প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে বারবার সবাইকে আশ্বস্ত করে আসছেন।

প্রতিনিধিত্বমূলক পদ্ধতি (Proportional Representation – PR) বিষয়ে তিনি বলেন, “বিষয়টি নিয়ে রাজনৈতিক দল ও নির্বাচন কমিশন আন্তরিকভাবে আলোচনা চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যে আটটি বিষয়ে ঐকমত্য হয়েছে, বাকি সাতটি বিষয় নিয়ে আলোচনা চলছে। আশা করছি শিগগিরই জুলাই সনদ প্রকাশ করা যাবে এবং সব পক্ষই তাতে স্বাক্ষর করবে।”

তিনি বলেন, বর্ষা শেষে দেশের প্রতিটি অঞ্চলে নির্বাচনী হাওয়া বইবে এবং তরুণদের মধ্যে ব্যাপক আগ্রহ থাকবে। “অনেক দিন ধরে তারা ভোট দিতে পারেনি, এবার তারা উৎসাহ নিয়ে অংশ নেবে,” বলেন শফিকুল আলম।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, “ঘটনার সঙ্গে সঙ্গে অপরাধীদের গ্রেপ্তার করা হচ্ছে। ধর্ষণসহ কিছু অপরাধে দ্রুত বিচার আইনে কার্যক্রম চলছে।”

সম্প্রতি গোপালগঞ্জে সংঘটিত সহিংসতা প্রসঙ্গে তিনি বলেন, “যারা আইন নিজের হাতে তুলেছে, তাদের আইনের আওতায় আনা হবে। কোনো মানবাধিকার লঙ্ঘন হয়নি। সাংবাদিকরা চাইলে সরেজমিনে গিয়ে তথ্য সংগ্রহ করতে পারেন।”

এই পোস্টটি পাঠ হয়েছে: ১০

আরো পড়ুন